যে যাই বলে বলুক আমায় আমি কেমন লোক,
আমি চাই ভালো কাজটি আমার দ্বারা হোক।
পরের ক্ষতি চাই না আমি চাই সকলের ভালো,
দুঃখ ব্যথা নিরাময়ে জ্বলুক সুখের আলো।
কটূ কথায় কষ্ট দিয়ে ভাঙবো নাতো মন,
ভুলটাকে তাই শুধরে দেবো সেই সময়ের ক্ষণ।
বিপদমুখি কেউবা যদি শরণাগত হয়,
বিপদ থেকে রক্ষা করার চিন্তা যেন রয়।
ভালো কাজে বিভেদ ভুলে হাত বাড়িয়ে দেবো,
দুখি জনের দুঃখ ভুলে বুকের মাঝে নেবো।
তখন তুমি না ছাড়িও এই অভাগার হাত,
হোক না সে ক্ষণ সকাল, দুপুর কিংবা গভীর রাত।
পরের কথায় কান না দিয়ে তোমার মত চলো,
বিবেক তোমার যাই বলুক সে মোতাবেক বলো।
নিন্দুকেরা নিন্দে করে এটাই তাদের কাজ,
যতই তারে বোঝাও তবু নেই তো কোনো লাজ।
ভয় করো গো আসলজনার বিচারপতি যিনি,
কর্ম ভালোর বিনিময়ে সুখটা এসো কিনি।
তোমার কোনো কথায় কেউই কষ্ট নাহি পাক,
দুঃখগুলো ছুটি নিয়ে সবাই সুখে থাক।।
.................
ফরিদপুর
০২/০৬/২০২২