তিনবেলা রোজ পূজার ঘরে নিয়ম মেনে উপোস করো,
পাপের থেকে রক্ষা পেতে ঠাকুরের-ই চরণ ধরো।
এই যে তুমি নিয়ম মতো লোক দেখিয়ে তাঁকে ডাকো,
সৃষ্টি যেজন করল তোমায় হৃদয়ে তাঁর ছবি আঁকো।
মনের ভিতর অচীন পাখি কাঁদছে না তো পরের তরে,
একাই তুমি ভোগ বিলাসে মত্ত আছো নিজের ঘরে।
খোঁজ নিলে না পাশের জনা উপোস কিংবা আধা পেটে,
খাবার কিছু আনল কিনা সারাদিনে ভীষণ খেটে।
জীবের মাঝে বিরাজ করে সে জনা যে আত্মা রূপি,
করলে সেবা তবেই পাবে,খুঁজতে কি আর লাগবে কুপি?
দুখী মানুষ চারিদিকে ছড়িয়ে আছে কতক জনে,
মানবতায় একটু গিয়ে দুঃখ বোঝো নিজের মনে।
এসেছিলে খালি হাতে যেতেও হবে এমনি ভাবে,
মন্দ-ভালো কাজই শুধু জগৎ মাঝে থেকে যাবে।
মিছে মায়ার খেলাঘরে পুতুল খেলা আপন ঘরে,
যেজন তোমায় আনল ভবে রইলে ভুলে জনম ভরে।
দুখীজনা পাশে যেজন হাত বাড়িও একটু খানি,
দেখবে মনে শান্তি পাবে,এ কথাটা সবাই জানি।
সবাই জানি জীবের মাঝে পরম পিতা বসত করে,
তাঁরে খুশি করতে হলে খুশি করো দুখী ঘরে।