কয়েক দিনে দেখছি আমি একি!
পেপার, টিভি খুললে খবর দেখি।
নতুন রোগে আসছে নাকি ধেয়ে,
বিশ্বে উনি যাবেই আবার ছেয়ে।
করোনারই ভয়টা আজও বুকে,
খোঁজটা নিও ক'জন আছে সুখে।
রেশ কাটেনি আজও তারই ভয়,
ওমিক্রনে যদি উদয় হয়।
করোনারই নতুন রুপে সাজ
কিন্তু এটার আরো বেশি কাজ।
অসচেতন হলে পরে তারে
বসবে চেপে উঠে গিয়ে ঘাড়ে।
রোগটা হলে ক্লান্তি শরীরটায়,
অনেক ব্যথা মাথাতে আর গায়।
আফ্রিকা আর কয়েক দেশের পরে,
ওমিক্রন পৌছে গেছে ঘরে।
করোনারই চেয়ে ভয়ঙ্কর,
বিশ্বে যদি আবার করে ভর।
কি যে হবে ভাবছি বসে হায়!
বেঁচেও এবার প্রাণটা বুঝি যায়।