যে কথাটি বলতে গিয়েও মনের মাঝে বাঁধছিল,
না বলেও মন পাখিটা ধুঁকে ধুঁকে কাঁদছিল।
অনেক কথার ঢেউ
জানল নাতো সে-উ
বলব তারে প্রাণের কথা প্রানের মাঝে সাধছিল।

নিঠুর সোনা মন কাড়িল মনতো দিল না,
চোখের ভাষা বুঝেও মনের খবর নিলো না।
সবই তারই ছল
আমার চোখে জল
বুঝতে পেলাম তার হৃদয়ে জায়গা ছিলো না।

খুব সহজেই ভাঙতে পারে অন্য কারো মন,
ছলচাতুরী খুবই পারে তেমন ই একজন।
মনটা দিয়ে তারে
কাঁদছি বারে বারে
নিরব মনের ভালোবাসা গুমড়ে কাঁদে ক্ষণ।

ভালোবাসায় কষ্ট এতো জানা ছিল না
কষ্ট কারো ভাগ যে দেবো কেউ তো নিলো না
ব্যথায় হৃদয় ভরা
যায় না কিছু করা
আমার হয়ে কেউ তো তারে বোঝাই দিল না।
১৮/১২/২০২১
ফরিদপুর