আমার নাকি বয়স বেড়ে আশির কাছাকাছি।
স্টাইলে তারপরেও ভালোই আমি আছি।
চুলগুলো সব পাকছে ভীষণ দাঁতগুলোও নড়ে,
মনটা তবু কেমন যেন ষোলষোল করে।
কোমর ব্যাথায় চলা কঠিন কষ্ট করে চলি,
পষ্ট কথা হয়না তবু ভাবটা নিয়ে বলি।
সারা শরীর কাপে আমার যেমনি কাপে ডরে,
তারপরেও মনটা আমার ষোল ষোল করে।
হাজার পাওয়ার চশমা পরি দুই চোখেতে রোজ,
কষ্টে আছি ভেবে আমায় ক'জনা নেয় খোঁজ?
কারণ ছাড়া অ-কারনেও চোখের পানি ঝরে,
তবুও আমার মনটা কেবল ষোল ষোল করে।
নাতিরা সব পিঠে উঠে আমায় বানায় গাধা,
ভালোবাসায় মনটা যদিও তাদের সাথে বাঁধা।
যতই আমায় রাখুক বেঁধে মন থাকে না ঘরে,
মনটা আমার কেমন যেন ষোল ষোল করে।
মন বাগানে প্রজাপতি ওড়ে সারাখন,
সুন্দরী সব দেখলে মেয়ে মন যে উচাটন।
স্বপ্নে এসে বসত করে আমার মনের ঘরে,
কারন আমার মনটা কেবল ষোল ষোল করে।