কার শোকে আজ দূঃখ পাবো নিজেই যখন শোকে,
শোকে সারা বিশ্ববাসি শোকে সকল লোকে।
কেমন ব্যাধি দিলে সবার ওগো কারিগর,
সবাইকে আজ নিচ্ছো টেনে মৃত্যু নামের ঘর।
আপনজীবন বাঁচার লাগি সবাই খোঁজে পথ,
আসলো নাকি দুয়ার পাড়ে মৃত্যু নামের রথ।
যে যার মত জীবন নিয়ে স্বার্থ পরের মত,
ব্যস্ত আছে আপনা নিয়ে সদাই অবিরত।
আপনজনার বিয়োগব্যাথা কেমনতর হয়,
যে হারালো সেইতো জানে কেমন বিষাদময়।
মরণঘরে চায় না যেতে বাঁচার কারণ লাগি,
অসুস্থ জন যাচ্ছে ফেলে আপনজনা ভাগি।
হে দয়াময় বাঁচাও তোমার এই ধরনীর প্রাণ,
সুস্থ করে দাও গো তুমি শুভ্র করো ঘ্রাণ।
বাঁচার কারণ সবার মত আমিও ভয়ে থাকি,
মনে ভয়ের ডঙ্কা বাজে মৃত্যু এলো নাকি।
ফরিদপুর
৭/১২/২০২১