তোমার দুহাতে যাহাই দিয়াছো
তাহাই নিয়াছি তুলিয়া,
আত্মমোহে মগ্ন থাকিয়া
তোমারে না যাই ভুলিয়া।
কত সাধনে নারীজীবনে
পাঠালে ভবের মাঝ,
তোমারে ভুলিয়া চলিয়াছি শুধু
প্রভাত হইতে সাঁঝ।
মায়ের জঠরে ধারণ করেছে
যেমনি করিয়া মোরে,
আমার মাঝেও আনিয়াছ তুমি
নতুন সূর্য ভোরে।
সদাই থাকিও পাশেতে আমারই
থাকিও বাছার পাশে
রক্ষা করিও ছায়ার মতই
যমে প্রাণ যদি নাশে।
বারোটা বছর কতো না সাধনে
আমারে বানালে মাতা
বৃদ্ধকালের লাঠি হয়ে সে যে
মাথায় ধরিবে ছাতা।
হতাশ যখন আমরা দুজনে
এই পৃথিবীর পরে
তখনই তুমি পাঠালে বাছারে
আমাদের কুঁড়েঘরে।
তোমার আশীষে পেয়েছি নতুন
বেঁচে থাকিবার মানে,
এমন দরদী ধরণীর বুকে
আছে বলো কয়জনে।
হারাইয়া ফেলি কখনও তোমায়
ভয়টা রেখেছি তুলিয়া,
আপনার মাঝে মত্ত থাকিয়া
না যাই তোমারে ভুলিয়া।