পুকুর পাড়ে     খালোই ঘাড়ে
      চুপ দাঁড়িয়ে রই,
ধরব হাতে    ভরব তাতে
     দ্যাশাল জাতের কই।
আষাঢ় মাসে   পুকুর ভাসে
     ঝাঁকে ওঠে মাছ,
তাক করে রই     শোন ওরে সই
      যেমনি থাকে গাছ।

ঘুটঘুটে রাত     এই দুটি হাত
        খুঁজছি মাছের ঝাঁক,
মনের মাঝে    স্বপ্ন সাজে
         মাছের দেখা পাক।
একলা আমি     আঁধার নামি
         বুকটা কাপে দুরু,
সাহস বাড়াও     ভয়টা তাড়াও
          ও কৃপাময় গুরু।

কই চেয়েছি     বেশ পেয়েছি
        খালোই আধেক ভরা,
মন ভরে নাই     আর যদি পাই
          এই কামনা করা।
খানিক পরে    হঠাৎ করে
        এই না গভীর রাতে,
অনেক বড়      জড়োসড়ো
         মাছ ধরেছি হাতে।

মাছ নিয়েছি      যেই গিয়েছি
         আলোর কাছাকাছি,
গিয়ে দেখি     ও মা একি!
        আমি কি আর আছি?
মুখ খেঁচিয়ে     খুব চেঁচিয়ে
        বাপরে ওরে বাপ,
বউ জোরে কয়   মাছ ওটা নয়
          মস্তোবড় সাপ।

১৫/০২/২০২২
ফরিদপুর