হাটে নেই, মাঠে নেই ঘাটে নেই, খাটে নেই
সবখানে করোনারা ঘুমে,
ভাইরাস গিয়ারে বসে থাকে চিয়ারে
স্কুল কলেজের রুমে।
বাজারের লোকজন ঘোরে শুধু ভনভন
যেন তারা ওড়া প্রজাপতি,
মনে মনে কি চায় বুঝে নেওয়া খুব দায়
ডেকে আনে নিজেদের ক্ষতি।
মাস্ক ওরা পরে না থাকে ওরা ঘরে না
স্বভাবটা একেবারে বাজে,
সারাক্ষণ বাইরে এটা-ওটা চাইরে
অকারণে ঘোরে অ-কাজে।
ঘরে বসা ছেলে মেয়ে কাজ নেই খেয়ে দেয়ে
মোবাইল সঙ্গী যে হাতে,
সবকিছু গিয়ে ভুলে লেখাপড়া শিকে তুলে
চ্যাটে মেতে থাকে দিন-রাতে।
এলোমেলো ঘোরে সবে কে কাকে বলো কবে
নিজেই তো মানে না যে বারণ,
যত তুমি বোঝাইবে ভালো পথ খোঁজাইবে
দেখাইবে উল্টোটা কারণ।
পেলে কোন যন্তর দিয়ে ছু মন্তর
বিশ্বের ভাইরাস বংশ,
হাতটাকে ঘুরিয়ে ফু দিয়ে উড়িয়ে
করোনাকে করতাম ধ্বংস।