বাজার থেকে আনল স্বামী মস্তবড়ো শোল,
কচি কদুর সাথে নাকি রাঁধতে হবে ঝোল।
মা-ঠাকুমা বলেন,জমে শোলের সাথে কদু,
তরকারিটা হয় মজাদার স্বাদ যেন তার মধু।
ব্যাগটা হাতে স্বামী আমার সবজি বাজার যায়,
বাজার ঘুরে একটা কচি কদু যদি পায়।
সারা বাজার ঘুরে ঘুরে পায়নি কদুর ক,
চিন্তা করে হায় যদুনাথ হয়ে গেলেন থ।
হতাশ হয়ে ঠায় দাঁড়িয়ে ভাবছিল বারবার,
কদু-শোলের ঝোলটা খাওয়া মিলল নারে আর।
প্যাঁচার মত মুখটা করে ফিরছে যখন ঘর,
আকাশসম কষ্ট বুকে ভাঙছিল মড় মড়।
আশার আলো দেখতে পেলো একটুখানি পরে,
চোখদুটো তার পড়ল যখন একটি কাচের ঘরে।
যত্ন করে সাজিয়ে রাখা গুটিকয়েক কদু,
ভাবতে থাকে আনবে কিনে,থাকবে খুশি বধু।
আস্তে করে বলল স্বামী, দাম নেবে ভাই কতো?
'একটা নিতে চাইলে তুমি দাও টাকা দেড়শত।'
উঠল ঘুরে মাথা,বলে থাক বাড়িতে মাছ,
কদু রেখে ফিরল কিনে বাচ্চা কদুর গাছ।