তোমার বিহনে হৃদয়ের মাঝে ব্যথা আছে নিশিদিন,
উথোলি উঠিছে সারাদিনক্ষণ বাজিছে মরণবীণ।
হৃদয়পাঁজর ভেঙ্গে গেছে প্রিয় হয়েছে গভীর ক্ষত,
সে ক্ষত আরো বাড়িছে অধিক দিনরাত অবিরত।
হারানোর কি বিরহবেদনা বুঝাবো তা আমি কারে,
সারা দেহ মনে রয়েছে যেজন ভুলতে পারিনা তারে।
যেজন ছেড়েছে জনমের মত ফিরবে না জানি আর,
বোঝাতে পারিনা অবুঝ হিয়ারে বেদনা কতযে ভার।
স্বপন দেখেছি দু'জনে কত যে হাতে রেখে দুই হাত,
স্মৃতিরা জ্বালায় বিষের মত সারাদিন সারারাত।
কত যে কষ্ট জমা হৃদয়ে জানে না সে ব্যথা কেউ,
এত হাসাহাসি ভালোবাসা-বাসি হৃদয়ে জাগিছে ঢেউ।
কেমন করে বলবো আমার অবুঝ মনের ভাষা,
কেমন আছে হৃদয় গভীরে ভালোলাগা ভালোবাসা।
ফিরে আর কভু আসবেনা জানি হৃদয় দিয়েছি যারে,
সেজন ছাড়া শূন্য হৃদয়ে বেদনা দেখাবো কারে।
সাক্ষী রয়েছে আকাশ বাতাস সাক্ষী চোখের জল,
ঠাওরে খুঁজে পাবে না তো কেউ আমার ব্যথার তল।
মরার মত বেঁচে আছি আমি দেখবেনা জানি এসে,
ফিরে এস তুমি জনমে জনমে প্রিয়তম ভালোবেসে।
..................
০৬/০৮/২০২২
হাউজিং এস্টেট, ফরিদপুর