------জীবন মৃত্যু------
------শোভা রাণী বিশ্বাস-----
উপর থেকে পড়লো হঠাৎ মস্তবড়ো ব্যাঙ,
আমার দিকে তাকিয়ে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
একটু ফিরে তাকিয়ে দেখি সাপ যে পিছে ধায়,
বাঁচাও বলে পড়ল এসে লাফিয়ে আমার পায়।
বুঝতে আমার রইলো না যে একটুকুও বাকি,
'বাঁচাও আমায়' বলছে যেন আকুল সুরে ডাকি,
সিঁথীর সাথে দৌড়ে এলো তারই সহপাঠী,
অন্যদিকে তাকিয়ে দেখি দাদুর হাতে লাঠি।
কি যে করি এখন আমি ভাবছি বসে তাই,
এখন দেখি আমার মত দুখি জনা নাই।
ব্যাঙের জীবন বাঁচিয়ে দিয়ে শান্তি পাবো বুকে,
ক্ষুধার জ্বালায় মরবে যে সাপ একাই ধুঁকে ধুঁকে।
এক জীবনের বিনিময়ে অন্য জীবন ধারণ,
দু'টো কাজই পাপ যে মহা বিবেক করে বারণ।
এই বিবেকের দহন জ্বালা আকাশসম যেনো,
হে বিধাতা,জ্বলছি শুধু আমি-ই একা কেনো।
বাঁচার-ই পথ একটি আছে শোনরে ওরে ব্যাঙ,
কিছু সময় বন্ধ রাখিস তোরই ঘ্যাঙর ঘ্যাঙ।
মরার মতো থাকবি রে তুই মাটির উপর শুই,
ভাববে সাপে গেছিস মরে বাঁচবি তখন তুই।।।