(বিলিরিক ধারা এক
কাঠামো দুই)
কোন কাজ পেলে তুমি, ভেবে নিও আগে ভাগে,
পরে ভুল হয়ে গেলে , অপরাধ বোধ জাগে,
যত করো বলাবলি,
একসাথে চলাচলি,
এত করো ঢলাঢলি , জেনে রেখ ভুল হবে ,
হৃদয়ের ব্যথা এসে , হেসে হেসে কথা কবে।
তার চেয়ে বেশ ভালো, ত্যাগ করো রাগারাগি,
ভালোবাসা নিয়ে তুমি , কেনো করো ভাগাভাগি ,
শুধু ভালোবাসা-বাসি,
থেকো শুধু পাশাপাশি,
প্রেমনীরে যাও ভাসি , চলো সদা তার পাশে,
ছেড়ে কিন্তু যেতে নেই, প্রাণ গেলে প্রেমফাঁসে।
ক্ষতি হলে বোকা ভাবে, মেনে নিও মনেমনে,
ভুল খানা ভাংলেই , কাঁদবেই ক্ষণে ক্ষণে ,
চোখ দুটো জলজল,
অনুরাগে ছলছল,
হাসবেই খলখল, মনে রেখো অভিমান
হৃদয়ের বাণী শুনে , গেয়ে যেও শুধু গান ।
নেই কোনো প্রয়োজন, রাগারাগি করবার,
সেধেসেধে ব্যথাটাকে , চাও কেনো ধরবার ,
ব্যথা শুধু কাঁদাবেই,
বিরহিত বাঁধাবেই,
তারপর সাধাবেই, বেঁধে রেখে মনপাখি,
রেষারেষি ব্যতিরেকে , প্রেমটাকে বেঁধে রাখি।