শীতের জ্বালায় ছেলে-বুড়ো সব উঠেছে ঘরে,
কাঁপছি শীতে সবাই মিলে যেমনি কাঁপে জ্বরে।
বাইরে দেখো আমজনতার নেইতো পায়ের ছাপ,
এ কারণেই রাস্তাতে নেই যানবাহনের চাপ।
সারাদিনে যায়না দেখা সূর্যি মামার মুখ,
সবার হাসি মুখটা থেকে উঠেই গেছে সুখ।
লেপকাঁথাতে ঢাকা শরীর তারপরেও কাঁপে,
ভালো লাগে বসলে খানিক গরম চুলোর তাপে।
গরিব লোকের কোনো রকম দিনটা কেটে যায়,
শীত লাগে খুব গায়ে তবু পেট যে খেতে চায়।
বাধ্য হয়ে বেরিয়ে এসে দাঁড়াই খানিকক্ষণ,
ভ্যান-রিকশা খালি খালি নেইতো মানুষজন।
পরিবারের খরচপাতি চালানো খুব দায়,
বাজার থেকে সওদা নিলে তবেই খেতে পায়।
সংসারেতে সবাই যদি এমনি থাকি ঘরে,
আমরা যারা গরিব মানুষ বাঁচবো কেমন করে?
তোমরা যারা ধনী আছো শীতের এমন দিনে,
গরমকাপড় গরিব-দুঃখীর দাও গো কিছু কিনে।
সময় এলো,একটু দেখাও বিবেক বোধের মন,
মানবতার হাত বাড়িয়ে দাওগো শীতের ক্ষণ ।