ওরে দাদা বয়স বাঁধা  লাগত কি আর এত সাধা
ধেড়ে গলায় শুনিয়ে দিতাম গান,
নানা কাজে মনের ভাজে বেসুরাে সব গান যে বাজে
গাইলে সবার ঘুরেই যাবে কান।

বয়সবেলায়  অবহেলায় ঘুরে নানা রকম মেলায়
কত্তো সুরে গান ধরেছি রোজ,
মোড়ের বাড়ি হরিপদ আহ্লাদে যে গদোগদো
তারই কাছে তোমরা নিও খোঁজ।

একটু থেকে নীরবতা লিখেছি সব গানের কথা
একা একাই সুর দিয়েছি তাতে,
রাতের বেলায় গানের মেলায় ভেসে যেতাম ভাবের ভেলায়
একতারাটা সঙ্গী ছিল হাতে।

তোদের কাকি যতই ডাকি চেষ্টা করে বান্ধে রাখি
গান পাগলের বান্ধা কি যায় মন?
ভারে ভারে চুপিসারে ফাঁকি দিতাম আমি তারে
যেথায় ছিল গানের পাগল জন।

দাঁতেরা সব নোড়ে নোড়ে সবই গেলো ঝরে পোড়ে
গানের কথা বেরোয় না যে পষ্ট,
সেসব কথা যথা তথা ভাবলে মনে লাগে ব্যথা
বুকটা ভাঙি শুধু লাগে কষ্ট।

ফরিদপুর
০৬/১২/২০২১