হাহাকার চারিদিকে বিষাক্ত নিশ্বাস,
প্রাণবায়ু থেকে আজ উঠে গেছে বিশ্বাস।
বাঁচিবার আকুতি মানবের প্রাণেতে,
বিষময় চারপাশ বিষ পুরো ঘ্রাণেতে।
পতি হারা সতী কাঁদে ঘরে বসে গুমড়ে,
কটুকথা প্রাণে বাজে একাকিনী দুমড়ে।
স্বামী সন্তান নিয়ে যে নারী পূন্য,
সন্তান হারা হয়ে আজ জ্ঞানশূন্য।
থমথমে ঘরখানা নেই ঘরে রান্না,
অভাগার সাথী তাই নির্জনে কান্না।
পেটে ক্ষুদা তবু ওরা খেতে আজ পায়না,
পরিচিত লোকজন হয়ে গেছে হায়না।
মৃত্যুর যমদূত দুয়ারেতে দাঁড়িয়ে,
সাধ্যটা কার বলো যাবে তাকে মাড়িয়ে।
জীবনের বেলা গেলো শুধু শুধু হেলাতে।
প্রভু তোমা ডাকিনি যে মেতে থেকে খেলাতে।
জগতের মাঝে তুমি সত্যের দ্রষ্টা।
সবটাই দেখছো যে প্রাণময় স্রষ্টা,
জীবনের বেলা শেষে আজ করি ভক্তি,
বিপদের ক্ষণে দাও অন্তরে শক্তি।