------------দায়ভার---------
-------শোভা রাণী বিশ্বাস-------

    খনখন কাপে মন ঘর খানি নড়বড়,
     শনশন বায়ু বয় গেলো বুঝি পড়পড়।
     ভনভন মাথাটায় ব্যথা করে চিনচিন,
     ঠাসঠাস ঝাপটায় বাতাসেতে কিনকিন।

     বারবার ডাকে মায় করে শুধু খিটমিট,
     ধিরে ধিরে চোখ খুলে দেখি শুধু মিটমিট।
     ফিসফিস ডেকে কয় খাট করে মড়মড়,
     হেঁটে হেঁটে বেরো বাপ করিস না ফড়ফড়।

     বেগে বেগে মেঘ ডাকে গা করে ছম ছম,
     সাথে সাথে বৃষ্টি টা চলছে তো হরদম।
     জলে জলে ভরে গেছে ঘরটাতে বেশবেশ,
     ভেসে ভেসে যেতে হবে আমাদের শেষমেশ।

     বড়বড় আরশোলা ঘর করে গমগম,
     ভেবে ভেবে মরছি যে বেরোবে কি দমদম।
     নিশপিশ করে গা উঠে আসে পায়পায়,
     ধরেধরে মারবো যে কয়টাকে হায়হায়।

     ঘুটঘুট আঁধারে চোখ করে ছলছল,
     চোখেচোখে কান্না যে এসে করে জলজল।
     জোরেজোরে ডাকি কারে মন করে ছটফট,
     দেখেদেখে যাবে চলে মুখে কোরে ফটফট।

     ভাঙা ভাঙা খাটে বসে খাট করে মচমচ,
     রাশিরাশি দুঃখরা এসে করে খচখচ।
     খিদে খিদে পেটে খুব ব্যথা করে টনটন,
     চেনাচেনা আপনেরা করে এসে ঠনঠন।

     চুপিচুপি ডাকি তোমা মুখে করি বিড়বিড়,
     রেগেরেগে থেকো না যে দাঁত কোরে কিড়মিড়।
     হায়হায় অসহায় আমি আজ খুবখুব,
     তরতর না বাঁচালে জলে দেবো ডুবডুব।

     নেইনেই আপনা যে তুমি ছাড়া কেউকেউ,
     দুখেদুখে নেই খোঁজ সুখে করে ঘেউঘেউ।
     এসেএসে বিপদকে করো তুমি পারপার,
     কেঁদেকেঁদে ডাকি প্রভু আমি আজ বারবার।