জন্ম আমার হতো যদি একাত্তরের আগে,
দু'চোখ তোমায় দেখতে পেতো গভীর অনুরাগে।
ছোট্ট থেকে মায়ের মুখে গল্প শুনে শুনে,
বড় হলাম তোমায় দেখার প্রহর গুনে গুনে।
বজ্র সমান কণ্ঠ তোমার উঠল যখন বেজে,
দামাল ছেলে যুদ্ধে যেতে উঠল রণ সেজে।
অকুতোভয় দুঃসাহসী দামাল ছেলের দল,
যুদ্ধ জয়ের লক্ষ্য যাদের তুমিই ছিলে বল।
উদাত্ত সেই আহ্বানে সবাই দিলো সাড়া,
যুদ্ধ জয়ের নেশায় মাতে শহর-নগর-পাড়া।
বীভৎসতার সাক্ষী হলো নীরব নদী-খাল,
সোনার ছেলের রক্তে গাঢ় জল হয়েছে লাল।
অবশেষে শত্রু ঘায়েল, শেষ হয়েছে খল,
বাঙালিদের শিকল খোলে মুক্তিসেনার দল।
তীব্র বেগে যুদ্ধ চলে ন'মাস ধরে টানা,
তোমার ডাকে বঙ্গবন্ধু স্বাধীনতা আনা।