একশতলা ডেকে ডেকে নিচতলারে কয়,
সারাজীবন রইলে নিচে কষ্ট নাহি সয়।
দেখো চেয়ে আমার কত উপর তলায় বাস,
তুমি নিচে সবাই তোমায় করে উপহাস।
আমার থেকে আকাশ তো নয় অনেক বেশি দূর,
তোমার তো ভাই আকাশ ছোঁয়া দূরের অচীনপুর।
খুব সহজেই ছুঁতে পারি ঐ আকাশের গাও,
এক জীবনে পারবে না তো যতেক তুমি চাও।
বাস যে তোমার নিচের তলায় নিচেই পড়ে থাকো,
উপরতলায় উঠার আশা মনে রেখো নাকো।
আমার থেকে গাছ-গাছালি ছোট্ট দেখায় কত,
তুমি গাছের গোড়া দেখো সদাই অবিরত।
আমার পরে উচ্চ কেবা এই শহরের পর,
তোমার পরে শতেক তলায় করে আছে ভর।
উচ্চ হেসে নিচ তলারে ভেংচি কেটে কয়,
জীবন ভরে থাকরে নিচেই স্বপ্ন করে ক্ষয়।
হঠাৎ জোরে ঝড়টা এল কম্প হলো শুরু,
একশতলার বুকটা কেঁপে উঠল দুরুদুরু।
এদিক ঢোলে ওদিক ঢোলে উপরতলা কয়,
প্রাণটা গেল নিচতলা ভাই জাগছে মনে ভয়।
নিচের তলা হেসে কহে একশতলার কাছে,
কম্প যতই আসে আসুক ভীতটা পাকা আছে।
ভয় না করে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকো ভাই,
শক্ত করে তৈরী আমি ভয়টা তোমার নাই।
আমার পরে ভর করে তো তোমার বসোবাস,
বুঝলে না যে এতদিনে করলে উপহাস।
উচ্চে যতই রও না তুমি ভীতটা আসল বড়ো,
যার গায়েতে ভর করে বেশ একশতলা গড়ো।
................
ফরিদপুর
০৯/০৭/২০২২