সুন্দর গোধুলি এহেন বেলায়
কেমনে রাখিলে আমাকে হেলায়
প্রাণের রঙিলা সুজন,
ভাসালে যখন প্রেমের ভেলায়
স্বপন দেখালে রঙিন খেলায়
আপনা আপন দুজন।
আজকে তোমার মনটা কেড়েছে
অধরা মেঘেরা বসত গেড়েছে
মাতাল মেঘের হাওয়া,
ক্ষণিক হাওয়া মেঘের ভেলায়
আকাশে মেঘেরা মেতেছে খেলায়
কিছুই নেইতো চাওয়া।
বিরহ বেদন মনের মলাটে
তোমাকে পাওয়া নেইতো ললাটে
করেনি বিধাতা বারণ,
ব্যথার অনলে পোড়াবে যখন
মনটা আমায় বিরহ তখন
জ্বলছি প্রেমের কারণ।
ভুলতে চেয়েও মনের মাঝারে
আজকে দহন কেমন সাজারে
পারিনে বিরহ সইতে,
ব্যথারা আমায় বেদন শোনায়
ঝরালে বিরহ চোখের কোনায়
কাউকে পারিনে কইতে।