চেষ্টা করে যাচ্ছে যতই প্রশাসনের লোক,
লগডাউনে তবুও তাদের বাইরে যাওয়ার ঝোক।
নিয়ম নীতি যতই রাখুক নেই পরাণে ভয়,
মরতে রাজি তারপরেও ঘরে থাকার নয়।
লাইন দিয়ে ঘুরছে যেন বাইরে বিলায় ঘি,
কৌতুহলে বেরিয়ে দ্যাখে করোনাটা কি?
বোঝাতে গেলে শোনে তারা ডান কানটা দিয়ে,
বামকানটায় বের করে দেয় একটু সরে গিয়ে।
ক'দিন আগেও ভিড়টা ছিল একটুখানি কম,
এখন দেখি অধিক মানুষ বাইরে যখন যম।
ধরা ছোঁয়া যায়না যেন বাঙালিজাতী আজ,
নিজের জীবন থেকেও যেন বড় তাদের কাজ।
করোনারই প্রকোপ বেড়ে চলছে তবু রোজ,
কত জীবন ঝরে গেল কে নেয় কার খোঁজ।
হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু মুখে যারা,
এ বেদনা কেমনতর বুঝবে শুধু তারা।
ও বাঙালী হাতে ধরি আপন ঘরে যাও,
নুন আর ফ্যান যাই জুটুক ঘরে বসে খাও।
তারপরেও বেঁচে থাকো আপন জনা মিলে,
নয় করোনা জাপটে ধরে খাবে তোমায় গিলে।