তোকে ছাড়া জীবন ছিল মরুভূমির মতো,
আসবি বলে দু'চোখ আশায় থাকতো অবিরতো।
তুলতুলে তোর নরম হাতের ছোঁয়া পাবার আশে,
মিষ্টি তোরই মুখের হাসি চোখের কোণে ভাসে।
তোরে নিয়ে মেঘের ভেলায় ভাসছি বসে রোজ,
বৃষ্টি এসে যোগ দিতে চায় নিত্য যে নেয় খোঁজ।
দেখরে চেয়ে তোর হাসিতে হাসে জগৎ ময়,
চাঁদমামাটা হাসুক যতই তোর মত যে নয়।
দেখবে বলে দু'চোখ তোকে ব্যাকুল হয়ে থাকে,
স্বপ্নগুলো চোখের কোণে হাজার ছবি আঁকে।
মা বলে তুই ডাকবি কবে সেই আশাতে রই,
বুকের মাঝে সুখের ব্যাথা কার কাছে যে কই।
তোর খুশিতে বিলিয়ে দেবো আমার সকল সুখ,
আঁচল দিয়ে মুছিয়ে দেবো মনের সকল দুখ।
আয় রে সোনা মায়ের কোলে মা যে অপেক্ষায়,
তোর আসারই আশায় থেকে প্রহর কেটে যায়।