সকাল থেকে বৃষ্টি ভারী
শীত যে আছে সাথে তারী
কেমন করে বের যে হবো তবে,
বাইরে কি আর যাচ্ছে যাওয়া
বাড়ন্ত চাল,বন্ধ খাওয়া
পেটটা যে আজ উপবাসি রবে।
ছেলে আমার চাকুরি করে
থাকে সে যে অনেক দূরে
খবর যে নেয় যদি সময় পায়,
বুড়ো মানুষ একাই থাকি
মনের ব্যথা মনেই রাখি
কষ্ট দেখার বন্ধু যে কোথায়।
মনের ব্যথা বলব যাকে
ফাঁকি দিলো সে আমাকে
এ ব্যথা যে কেমন করে সই,
এখন আমার দিন কাটে না
আপন জনের খোঁজ মেলে না
শূন্য ঘরে একলা পড়ে রই।
আপন আপন করছো যারে
আগলে রেখে মন- মাঝারে
সে তো তোমার নয়ত প্রিয়জন,
একমাত্র আপন তিনি
তোমায় ভবে এনেছেন যিনি
সেইতো তোমার আসল আপনজন।।