এইতো সেদিন ছোট্ট ছিলাম বয়স ছিল আট,
দিনের পরে দিন কাটিয়ে বয়স হলো ষাট।
ঝাঁকড়া চুলের বাবরি ছিলো একুশ ছাড়ার পর,
প্রেমের তরে রাজি ছিলাম ছাড়তে আপন ঘর।
পটলচেরা চোখদুটোতে ভাসতো হাজার রং,
সুন্দরী সব দেখলে মেয়ে আসত মনে ঢং।
নায়ক নায়ক ভাবটা হয়ে থাকতো অবুঝ মন,
প্রজাপতি মনটা হয়ে থাকতো সারাক্ষণ।
সেই সে কালো চুলগুলো আজ সাদা চুলে হাসে,
যতোই তারে ঢেকে রাখি উপর দিয়ে ভাসে।
কদবেলেরই মত মাথায় খানিকটা চুল মোটে,
চকচকে রোদ টাকখানাতে ঝিলিক দিয়ে ওঠে।
মুখের মাঝে দাঁত যে আমার সবটা পড়ে শেষ,
হাটুর ব্যাথায় লাঠির ভরে চলছি আমি বেশ।
বয়স বেড়ে এখন আমার কপালটাতে ভাজ,
আগের মত পারছি কি আর করতে ভারি কাজ।
বুড়ো মানুষ বলে সবাই খেটর মেটর করে,
মাঝে মাঝে চোখের পানি ঝরঝরিয়ে ঝরে।
জীবনটা যে কাটলো আমার শুধুই অবহেলে,
ভালো কাজে লিপ্ত রবো আবার জনম পেলে।