যাহাদের আমি আপন ভাবিয়া আপনা করেছি হেলা,
আপনা চিনেছি অবেলায় আজ জীবন ডোবার বেলা।
মোহমায়াতে মত্ত থাকিয়া দিন করিয়াছি পার,
যে জন আমারে সৃজন করিল ভুলিয়া গিয়াছি তাঁর।
শিশুকাল গেল হাসিয়া খেলিয়া যৌবন কাটিল রসে,
দেখিয়াছি কত ভোমরা আসিয়া মনের কিনারে বসে।
মায়ার জালেতে জড়াইয়া কাটিছে দিনের পরেতে দিন,
তারই মাঝ হতে জমা হইয়াছে জীবনের শত ঋণ।
পাঁচ মানিকেরে মানুষ করেছি ছিল বাস এক ঘর,
আজকে হয়েছি বাড়তি দু'জনে আমরা হয়েছি পর।
তাহাদের আজ বাড়ি আর গাড়ি আমরা দূরের কেউ,
পথপানে চেয়ে সময় কাটিছে বুকেতে ব্যথার ঢেউ।
রঙিন স্বপ্নে মত্ত থাকিয়া দিন কাটিয়াছি রোজ,
তোমারে স্মরিনি হে দয়াময়,রাখিনি তোমার খোঁজ।
আপনা ভাবিয়া যাহাদের লাগি গড়িয়াছি ঘর-বাড়ি,
বাড়তি ভাবিয়া আজি সকলেই আমারে গিয়াছে ছাড়ি।
যাহাদের সুখে রাখিতে কখনো অর্থ করিনি দেড়ি,
বুকের মানিককে সম্পদ করি বেঁধেছি মায়ার বেড়ি।
ডাকাডাকি করে সময় গিয়াছে,তোমায় ডাকিনি কভু,
আজি অবেলায় নয়ন সাগরে ডেকে যাই তোমা প্রভু।
জীবনের সব জমানো ভুলের শাস্তি পেয়েছি আজ,
তাই বুঝি এই কপাল জুড়িয়া নামিলো দুখের ভাঁজ।
মিনতি আমার তোমার কাছেতে,রাখিও আমায় দুখে,
সারাটি জীবন আমার ছেলেরা থাকে যেন খুব সুখে।
---------------------
হাউজিং এস্টেট ফরিদপুর
১৩/০২/২০২৩