রসালো এক ফলের কথা
বলতে আমি চাই,
যে ফলটা রোগের সাথে
করে যে লড়াই।
ভিটামিন সি আছে প্রচুর
সর্বলোকে জানে,
তাই তো এ ফলকে সবাই
গুরু বলে মানে।
ত্বক সুন্দর রাখতে এটির
জুরি মেলা ভার,
যতই বলি গুণের কথা
শেষ হবে না তার।
জ্বরটা হলে খাওয়ার কথা
শুনলে যে হয় কষ্ট,
ফলটি মুখের রুচি আনে
এ কথা স্পষ্ট।
দাঁতের প্লাগ দুরে রেখে
দাঁত মজবুত করে,
শক্ত খাবার পারবে খেতে
এই দাঁতেরই জোরে।
উচ্চ-রক্ত চাপ কমাতে
রাখে যে অবদান,
কোষ্ঠকাঠিন্য দূরে রেখে
সুস্থতা করে দান।
দৃষ্টি শক্তি ভালো রাখে
কমায় ওজনটাও,
সুস্থ শরীর রাখতে এ ফল
বেশি করে খাও।
তাই তো বলি এ ফল টা যে
সব ফলেরই বস্,
অন্য কিছু নয়ত এটা
নাম যে আনারস।।