যখন আমি জন্ম নিয়ে এলাম মায়ের কোলে,
মা যে অনেক কেঁদেছিল আমি মেয়ে বলে।
ছেলে এবার হতেই হবে সবার কথা এক-ই,
এবার ও যে মেয়ে হবে জানতো এটা মা কি?
পাড়ার লোকে হেসে হেসে নানান কথা বলে,
বাবার নামটা থাকতো বেঁচে একটা ছেলে হলে।
ছেলেই নাকি ধরতে পারে সংসারেরই হাল,
মেয়ে কেবল মেয়ে হয়েই থাকবে চিরকাল।
মোদের বড়ো করতে মা যে হাজার কথা শোনে,
অনেক বড়ো মানুষ হবো স্বপ্নে যে দিন গোনে।
বোনেরা মিলে যুক্তি করি, বাবার ছেলে হয়ে,
বাবার মনের কষ্ট টাকে দেবোই যে ঘুচায়ে।
বলতে যেন না পারে কেউ আমরা মেয়ে বলে,
থাকবো বসে ঘরের কোনে শুধুই অবহেলে।
আগের সেদিন নেইতো এখন থাকব ঘরের কোনে
সবখানেতে চাকুরী মেয়ে করছে আপনমনে।
বড়ো বড়ো পদে এখন নারীই অফিসার,
নারী পুরুষ ভেদাভেদের দিন নেই যে আর।
বাবা মায়ের দুঃখ টাকে গঙ্গাজলে ধুয়ে,
অবহেলার সেই মেয়েটি এলো ডিসি হয়ে।