সেই কবে থেকে শুনছি শুধুই ঠিক করে নেই মনে,
পূজা মেয়েটি সবকিছু পারে আমি কেন পারি-নে।
আঁকতে পারে ও,গাইতেও পারে সবকিছু ওর জানা,
আমি কেন আজও শিখতে পারিনি ছিলনা কোন মানা।
সকাল থেকে রাত অবধি শুধু শুধু বকে মা,
পারিনা জেনেও বকে শুধু শুধু মুখে তার আসে যা।
আঙ্গুল উঠিয়ে বাবা রেগে বলে চেষ্টা তো করো তবে,
আজকে না হয় নাই হতে পারে কালকে হয়ত হবে।
একদিনে কেউ বড়ো যে হয়না সময় যে লাগে বেশ,
জন্ম থেকে মৃত্যু অবধি শেখার নেইতো শেষ।
নিত্য কলস রাখলে পাথরে যদি হতে পারে ক্ষয়,
তবে কেন তুমি চেষ্টা না করে সহজেই পাবে ভয়।
সবাই যদি করতে পারে যা তুমি কেন পারবে না, তারই মত সব পারতেই হবে আমি যে তা বলছি না।
কি করে যে হায় বোঝাই তাদের নেশাটা আমার অন্য,
নাচ,গান আর ছবি আঁকা-আঁকি নয়ত আমারই জন্য।
আমার মনের ইচ্ছা জানার সাধ্য তাদের কই,
বাবা আর মায়ের ইচ্ছাকে ছেড়ে পড়ি যে কেবল-ই বই।