মনের মাঝে ইচ্ছে ছিল খুব
যাবো আমি প্রেম যমুনার ঘাটে,
ভাবের মানুষ দেয় যে কেমন ডুব
কেমন করে দূঃখগুলো ছাটে।
কাটল হেলায় জীবনেরই বেলা
এখন দেখি নেই তো বেশি বাকি,
মত্ত থেকে মিছে মায়ার খেলা
জীবনছিল শুভঙ্করের ফাঁকি।
প্রেমযে কেমন, কেমন তারই টান
কেমন করে টানে বীনা তারে,
লজ্জা লুটায়, লুটায় সকল মান
দেখার পরেও তৃষ্ণা মেটে নারে
জীবনবেলা ডুবে যাওয়ার আগে
প্রেমযে কেমন দহনজ্বালায় মারে,
কেমন করে গভীর অনুরাগে
অনায়াসে জীবন দিতে পারে।
বুঝল না মন প্রেমের আসল স্বাদ
রুপটা কেমন,কেমন কাছে টানে,
লাগিয়ে গায়ে প্রেমের অপবাদ
বুঝব তবে প্রেমের আসল মানে।