শবযাত্রা চলে যায়
মাটিই ছোঁয়া পায় ,
স্থান কাল পাত্র ভেদে
মুর্খেরাই রং লাগায় ।।
স্রোতের জোয়ারে প্রতিভা ওঠে চিতায়,
ডাক্তার না ইঞ্জিনিয়ার, দ্বন্দ্ব পিতামাতায় ;
আসিফা গীতা,
আজও শুধুই র্যালি?
রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী এত,
সৈন্যদল কেন খালি?
মাটির দেশ, আর কৃষকের আত্মহত্যা;
ইংরেজীটা নাও, তাই বলে বাংলার হত্যা?
রবিঠাকুর নন,
পিটুইটারিতে নজরুলের বকমবক ;
ভেবোনা ভুল,
আমি কবিতার আলফ্রেড হিচ্কক ।।