একদিন, এসে বসেছিলো সে পাশে
তার ছোঁয়ায় প্রান এসেছিল মৃতপ্রায় ঘাসে
হাতটা ছুঁয়ে হটাৎই, পৃথিবী হয়েছিল স্বর্গ
গুলিয়ে গিয়েছিল হিসেব, কড়ি হতে বর্গ ।।
হৃদয়ের উল্লাসিত অভিলাষ, আমার তাকেই চাই
হিমালয়ের বরফ গলল, কৃষ্ণের হবে রাই ;
কলির শেষ প্রেমের গল্পে উঠল তুফান,
মিলল না প্রেম, শুকনো নদে হটাৎই বান ।।
এক দুপুরে হটাৎই রাধার মুখ ভার,
শুধায় কৃষ্ণ ' তুমি কী সত্যিই আমার? '
নির্লিপ্ত মুখে রাধা রইলো নির্বিকার
বুঝলো কৃষ্ণ, মাথা নত হল তাঁর ।।
ভালবাসার নতুন অর্থ জানলো সে, শিখলো বলিদান
সব হারিয়ে কাঁদল সে, করলো অভিমান
শত সহস্র অশ্রুর পরেও ফিরলনা রাধা, হায়ঃ
এমন রাধা যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায় ।।