বালিশে মুখ গোঁজা রূপকথাটা মনে পড়ে?
রূপকথাটা রয়ে গেছে, বালিশকে সে আজ অবজ্ঞা করে;
ভিজিয়ে প্রতিরাতে আজ আমায়ই দিলে দূরে ঠেলে
অপমান,অবজ্ঞাগুলো যে আসলে খেত ছিরেকুড়ে ।।
হীনমন্যতা,অপমান,যন্ত্রনা,অবজ্ঞা
ধিক,তোমায় শতধিক ...।।
ধন্যবাদ,আজ এ এক অন্য সৌভিক ।।
ক্লাসরুম,নাটকের মঞ্চ,ভীড় জনতার ভীড়ে,
টিউশনিতেও ছেলেটা ঢুকতো মাথা নীচু,ভীষণ ধীরে ।
আড়ালে স্ব।ধীন, জনসমক্ষের সেই বোবা মুখ,
ভীড়ের মাঝে 'লাইমলাইটে'ই যে তার প্রকৃত সুখ ।
"ওর আর কী হবে, কিছু হবেনা তোমার দ্বারা"
চেষ্টা চলছে, হবেও একদিন, ধন্যবাদ জানাই বলেছিলে যারা ।
পথটা হয়তো অন্য,অবজ্ঞার পোড়া ছাই ;
কুকুরেরাও ঘুরে বসে,আমি তো মানুষ ছিলাম ভাই ।।