আজি এ বসন্তের সৌম্য নিদ্রায়
নিস্তব্ধতায় স্পর্শের আড়মোড়া ভাঙিয়ে,
প্রথম সূর্যের মৃত নিঃশ্বাস তুলে
এসেছিল কোনও এক 'প্রথম চুম্বন' ।।

বালিশের আদুরে শারীরিক ভাঙনে
মসৃনতায় ঐতিহাসিক কাব্যের মিশ্রনে,
যৌনতার প্রথম দ্বার খুলে
এসেছিল কোনও এক 'প্রথম চুম্বন' ।।

সময়ের ছেঁড়া কাঁথার ললাট লিখনে
ক্ষণিকের আদরে রাঙা তোমার বদনে,
গলার ভাঁজে বেঁচে থাকা দাঁতের কামড়ে
এসেছিল কোনও এক 'প্রথম চুম্বন' ।।

ইউক্যালিপটাসের মৃত পাঁপড়ির আড়ালে
'অনহিতা'র পাপের শরীরে দীপের আগুন জ্বালিয়ে
হাজারো পরপুরুষের কামড়ের আদরেও;
বেঁচে থেকে যাবে কোনও এক 'প্রথম চুম্বন' ।।



(জীবনের কোনও এক সত্য ঘটনা অবলম্বনে লিখিত)