দূর থেকে ভেবেছিলাম তোকে
হয়তো বা সাময়িক শোকে,
অদ্ভুত এক নতুন চোখে;
আজ লিখছি তোরই গল্প
সময় পেলাম হঠাৎ স্বল্প,
বুঝিনি তখন তুই যে খারাপ অল্প;
'অল্প' টা হয়তো সবার অল্প নয়
হাঃ হাঃ সবাই তো আর যুবক নয়,
'সোনা' তুই যে আমার সবচেয়ে বড়ো ভয় ।
আমিই যে যুবসমাজ
হারানোর আর কিছুই নেই গো আজ,
'কম্পিটিশন' এর সবচেয়ে বড় লাজ;
বাবা মার ছোটোবেলাও হয়তো এমন ছিল,
তাদের জীবনটাও তো এমনই গেলো;
তারাও হয়তো মুক্তি পেলো ।
জানো তো, চাকরি টা আর ভালো লাগেনা আমার
ছাড়তে গিয়েও বাধা দেয় একমুঠো খাবার,
মুখটা মনে পড়ে যায় অবসরপ্রাপ্ত বাবার;
দৌড়োনো টা অভ্যেস আজ
হ্যা, এটাই তো আমার একমাত্র কাজ,
হাঃ হাঃ দেখতে যে চাই 'বউ এর সাজ';
হতে পারে এ আজকের 'দূঃস্বপ্ন'
হয়তো বা ছোটোবেলার 'স্বপ্ন'
সত্যিই এক অদ্ভূত মরীচিকায়
জীবনটা আজ পুড়ে গেল হায়ঃ ...।।