জানি স্বপ্নের কারাগারে বন্দী শৈশব
মিছিলের ভীড়ে তবুও বন্ধ কলরব,
আমৃত্যু অপরিবর্তিত এই শিশুমন
মচকালেও ভাঙবেনা করেছে এ পণ ।।
পৃথিবীর শেষতম বৃষ্টির অঝোরধারায়,
মরচে ধরেছে ভীড়ের মানুষগুলোর জুতোর কাদায়;
'শত্রুহীন বোবা' শিশুর পরিচয় নয়,
বয়স কুড়ির শিশুর মনেতে ধরেনি কোনো ক্ষয় ।।
বিচারটা ছাই তোলা থাক,
মরচের ভীড় নিয়ে মিছিলটাও এগিয়ে যাক;
ভাবনার বার্ধক্যে মৃত এ সমাজ
কখনোই করবেনা এ শিশুমনে রাজ ।।