লোকে বলে নতুন সব চিন্তার সৃষ্টি টয়লেটে,
মাথায় নতুন বুদ্ধি আসে গেলে টয়লেটে।
সে কথার করতে পরিক্ষা,
টয়লেটে বসে ভাবছি আর করছি চিন্তা।
দেখি নতুন কিছু বের হয় কিনা,
বুঝবো তবে এটি সত্য ঘটনা।
শুনেছি অনেকে নাকি করে টয়লেটে গবেষণা,
আমি করছি আজ টয়লেটে বসে কল্পনা।

এখানে আসার সময় দ্রুতগতি,
ভেতরে এলেই সুখ শান্তি।
ভেবে দেখুন মিলে টয়লেটেই প্রকৃত সুখ,
তাইতো জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন-
"ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ"।