হে ঈশ্বর,
চিনিনা আপনাকে,
জানিনা আপনার অস্তিত্ব।
কোথায় আপনার অবস্থান?
সে জ্ঞান নেই আমার।
কিন্তু আমি প্রতিনিয়ত বিস্মিত হই,
এই মহাশূন্যের দিকে তাকিয়ে,
এই পৃথিবীর দিকে তাকিয়ে,
জীবনের রহস্যে ।
এত সুন্দর, এত শৃঙ্খলা,
চলছে সবাই আপন গতিতে।
হে ঈশ্বর,
জানিনা আপনাকে।
তাই চাওয়ার কিছুই নেই,
শুধু ধন্যবাদ জানাই,
এ চিন্তা শক্তি, এ জীবন, এই সৃষ্টির জন্য।