মুক্ত চিন্তক

নয়কো পুতুল, নয়কো রোবট
নয়কো সে কোন যন্ত্র,
চলে না সে কারো কথায়
নেয় না কানে কারো কু- মন্ত্র।

স্বাধীন ভাবে চিন্তা করে,
সত্যকে নেয় চিনে,
যাচাই করে জ্ঞানী হয়,
অজানাকে নেয় জেনে।

অন্ধবিশ্বাস, অন্ধ প্রথা, কুসংস্কার- মতবাদ
নেয় না সে কিছুই মেনে,
যুক্তি,জ্ঞান,প্রমাণে করে সত্য যাচাই
নিজেকে সে শুদ্ধ করে প্রশ্ন- বাণে।

নয়কো ভীতু, নয়কো সংকীর্ণ
নয়কো সে কূপমণ্ডূক,
সমৃদ্ধি,সংশোধনে তারাই আলোর দিশা,
তারাই মুক্ত চিন্তক।