কেমন হতো যদি আমাদের পেট না থাকতো?
কেমন হতো যদি আমাদের খাওয়া না লাগতো?
যদি শক্তি পেতাম যাদুর মতো রোদ থেকে,
কিংবা যদি পেট ভরতো বাতাস খেয়ে।
তবে কেমন হতো?

মানুষের থাকা খাওয়ার চিন্তা গেলে,
আমরা কি হতাম মুক্ত?
নাকি তখন জগতের সব কাজ ফেলে,
থাকতাম মাটিতে গাছের মতো শেকড় গেড়ে যুক্ত।

তখন কি পেতাম বাঁচার জন্য নিত্য নতুন মন্ত্র,
নাকি হয়ে থাকতাম লোহা-লস্করের কোনো যন্ত্র।।