মৃত্যুবাণ

ক্রৌঞ্চবধূর শব্দহীন ক্রন্দনে
বাষ্পাকুল হল বনানীর পথ ।

একদিন যে দম্পতির চোখে ছিল মৃগনাভির নেশা,
পালকে ছিল সোহাগ ;
ঠোঁটে ঠোঁট রেখে যারা বুনেছিল ভবিষ্যৎ,
কাঠি দিয়ে গেঁছে ছিল স্বপ্ন-নীড় ;
নিস্তব্দ দুপুরে যারা গা ভাসিয়ে ছিল নদী-স্রোতে,
কাটিয়েছিল কত বসন্তের বিনিদ্র রাত ;

তাদেরই মাঝে এঁকে দিল জীবন মৃত্যু,
শবরের লোলুপ বাণ ।