যদি পাতার কোন বেয়ে ঝরে পড়া অশ্রুকে
শিশির ভেবে ভুল করো
তাহলে কবিতা তোমার জন্য নয়।
ব্যর্থ তারার অপমৃত্যু দেখে যদি
তোমার তারা-খসা ভেবে ভুল হয়
তাহলে কবিতা তোমার জন্য নয়।
যদি তোমার নিঃশ্বাসে গোলাপের গন্ধ মিশে
তোমায় মাতাল না করে
তাহলে কবিতা তোমার থেকে অনেক দূরে।
নদীর ঢেউ খেলানো চুলে বাতাসের আদরকে যদি
তোমার জলের স্রোত মনে হয়
তাহলে কবিতা তোমার জন্য নয়।
যদি পুকুরে পড়ে থাকা নিশ্চল চাঁদকে দেখে
তোমার চোখ পাথর না হয়
তাহলে কবিতা তোমার জন্য নয়।
কার্তিকের শেষ রাত্রে পাকা ধানে যদি
নূপুরের শব্দ না পাও
তাহলে কবিতা তোমার থেকে অনেক দূরে ।