খাঁ খাঁ দুপুরের ইতিকথা
শৌনক ঠাকুর


খাঁ খাঁ দুপুরের সর্পিল পথ বড়ই মায়াবী,
আমার ঘুমহীন মণি দু'খানিকে কেবল টানে।

বিরহী চাতকের ডাকে --- যেন কোন কল্পনা, --- কোন ভাবনা,
হয়তো বা রূপকথা বাসা বেঁধেছে আমার জীর্ণ মনে ;
তুমি আমার বুকের উপর থেকেও তা বুঝতে পারবে না, বুঝতে পারবে কেবল ----
পুকুরের উপর ভেসে যাওয়া তেঁতুলের আবছা ছায়া --- অস্থির ফড়িং --- বেগুনি টিপ আঁকা আকন্দ ফুল --- বা মাছরাঙা --- বটের অন্ধ কোটরে --- ঘাসের মাথায় পড়ে থাকা নিমফল --- কিংবা সোনালী খেতে রয়ে যাওয়া বাউল বাতাস --- অথবা জামরুল ---

ওরা আমার কথা দিয়ে নয়, শব্দ দিয়ে নয়, অনুভব দিয়ে বাঁচায় ----
যেভাবে বাঁচায় খেচর তার চোখ না ফোটা ছানাদের।