কালসাপ
শৌনক ঠাকুর
শেষ সূর্যের হাত ধরে
সবুজ আলে এসেছি।
নদীতে নিঃশব্দে বয়ে যায় গোধূলি
একটু পরেই
কাঠে লাগবে আগুন
মহুয়া ঢলে পড়বে প্রতিটি চুমুকে।
উন্মত্ততা মিশে যাবে রক্তে
জমির কালো ফাটলে লুকিয়ে আছে কালসাপ
আমার মৃত্যু —- অপমৃত্যু।