ছাই-রঙা আকাশ ,জরাগ্রস্ত চাঁদ ,ক্যান্সার রচনা করে যে আকাশ
সেই আকাশে পাখি হয়ে ফিরবো না কোনদিন ;

ফিরবো না কোনদিন সেই পথে
যে পথ তৈরি হয়েছে জং ধরা পেরেকে ,পাপড়ি-ঢাকা চোরা কাঁটায় , কিংবা
লুকানো হিমশৈলে।

বরং মাঠের এক্কেবারে প্রান্তিকতম পুকুরে
শেষ সূর্যের আলোয়
গলায় পাথর বেঁধে ডুবিয়ে দেবো যন্ত্রণাকে
চিরতরে।