ছায়া যখন কায়াকে অতিক্রম করে
শৌনক ঠাকুর
দাম্ভিকতা, উগ্রতার মোহে যখন পৃথিবী
বিভ্রান্ত ; চারিধারে শকুনদের ঘুরপাক ;
পাখিদের কাছেও যখন বটের কোটর আর
নিরাপদ নয় ; কুমিরের ভয়ে তৃষ্ণার্ত হরিণ চাতক হয়ে ওঠে ; ছায়া যখন কায়াকে অতিক্রম করে যায় ;
তখন বুঝতে হবে রাত শেষের দিকে
একটু পরেই পূর্ব আকাশ লাল হবে ।
.........................