অঙ্ক কষে চলি
শৌনক ঠাকুর
অতি সঞ্চয়কারীরা কল্পনা-বিলাসী হয় না
তারা বড্ড হিসেবি।
আগাছার মাঝে সদ্য ফোঁটা সাদা ফুলে
কিংবা
কার্তিকের ভোরে ধানের আগায় লেগে থাকা শিশিরে
এরা বড্ড একা।
এরা নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে চায়
চাই সবসময় লাভ ক্ষতির হিসাব কষতে।
একবার একজনকে -----
সমুদ্রের তটে দেখেছিলাম
একটি অবুঝ শিশুর সঙ্গে ঝিনুক নিয়ে কাড়াকাড়ি করতে ,
ও হয়তো ভেবেছিল ওই ঝিনুকের মধ্যে মুক্তা আছে।
এই বহুল বিচিত্র পৃথিবীর সবুজ মাঠে
বাজ-পড়া গাছটির মতো একা দাঁড়িয়ে থাকে
অতি সঞ্চয়কারীরা।
.......................