হয়তো এমনই বসন্তে
স্বস্তির সন্ধ্যা নামবে সীমান্তে ।
সেই সারথীর ছোঁড়া আবির
ছড়িয়ে পড়বে সব কুরুপ্রান্তে।
কোন এক হ্যামলীনের বাঁশিতে
পাশার গুটি রঙের বালতিতে।
আমাদের ভাগ করা আকাশ
জুড়ে গেছে সাতরঙা রামধনুতে।
হয়তো এক মৌন ইশারাতে
শিশির নামবে উগ্র সংঘাতে।
আর যত ছিল বন্দুক
লজ্জায় মুখ ঢাকবে পিচকারিতে।