""" মনে হচ্ছে এরকম অজস্র জন্ম ধরে আমি তোমার কথাই ভেবে রেখেছিলাম,
তোমাকে ভেবে ভেবে আমার ক্লান্তিহীন পথচলা।
যেমন বসন্তের চিরচেনা স্নিগ্ধ পলাশের আগুনে পুড়েছে বুকের ভেতর জমানো অব্যক্ত কথামালা,
কিন্তুু তোমাকে আমি চাই না,
অথচ তোমার বিরহে কাটাতে চায় চরাচরিত বাকি জীবনটাও।
বহুকাল, বহুজন্মধরে তোমাকে এঁকেছি মনের চিত্রকল্পে
তোমাকে এতটুকুর জন্যও জাগিয়ে দিতে ইচ্ছে করেনি,
জেনেছি, তোমার কথার মায়ায় একটা অর্থ দাঁড়ায়,
অথচ আমার চলন ব্যাখাতীত।
প্রতিটা মুহূর্তে যেভাবে ভেঙ্গেছি, গড়েছি তোমাকে,
সমস্থ সত্তাগুলোকে ছুঁয়েছি ইচ্ছেমত
যেখানে একরাশ বিপদেও তোমাকে আগলে রেখেছি হৃদয়ের গভীরে চির অম্লান।
এখন আমার সমস্ত পথজুড়ে সহস্র অশ্রুবিন্দুর ভীড় আর পঙ্কিল পথচলা,,
এতো এতো অশ্রুবিন্দু পেরিয়ে তোমাকে পাওয়া বোধহয় এজন্মে আমার হলো না,
এখন অপেক্ষায় পরজনমের।।"""