"" সংগোপনে জীবনের অনেকটা পথ হেঁঠেছি,
হাঁটতে হাঁটতে হয়ত মানসিক বিষুবরেখা পাড়ি দেয়া হলো,
যেমন ছোটঠ নদীর জল সাগর মহাসাগর কত মোহনা যান্ত্রিক অববাহিকা পেরিয়ে অচিনের পানে ছুটে ছুটে যাই,,,,,
আসলে একটা জন্মে হয়তো সব পাওয়া হবে না,
তবুও এমনি কুঁড়িয়ে পাওয়া কিছু দুস্বপ্ন আমি দেখতে চায় আবারো, আবারো, বহুবার
অজস্র জন্ম আমি চাই
বয়ে নিয়ে যেতে চাই যত জঞ্জালাদি নিরবে।
জীবনের প্রতি ভালবাসা থেকে নয়,
জীবন চলার পথের মোহ ডুবালেও, আজ স্বাধ জেগেছে শুধু অামার শেষটুকু দেখবার।"""