""" মূহুর্তের কথা কেউ ভাবে না,
সবাই তাকে ভুলে যেতে ভালবাসে....
জানে না বিদগ্ধ পথিক শুধু এক মূহুর্তে ঘঠে যেতে পারে
প্রলয়, নিস্থব্ধ বিশ্ব চরাচর।
কত প্রেমিকের তাজা গোলাপ খসে পড়েছে অলীক
মূহুর্তে,
যেমন অশ্লীল একটা মূহুর্তের নেশায় দিশেহারা এলাকার শান্ত
মেয়েটি।
কেউ জানে না এই মূহুর্তের দিকে তাকিয়ে আছি অস্থির
অপেক্ষা আর বিষন্ন সময় হয়ে, আরো কত কাল আগ হতে,
জানিনা এসে কি ফিরে গেলো কিনা, আমাকে না পেয়ে,
তবুও তো তাকিয়ে আছি যদি পায়,
যদি পায় একটা সোনালি মূহুর্ত।
বলা যায় এক মূহুর্তের বোঝাপড়ায় যে কোন শোষিত টুঁটি
চেপে ধরতে পারে, আঙ্গুল ফুলে কলাগাছের মত যারা দিনকে
দিন ফুলে ফেঁপে উঠেছে, সেই সব ডিজিটাল নব্য
রাজাকারদের।
মূহুর্ত কতটা কঠিন কেবল পরাজিতরাই বলবে, নচেৎ দিগবিজয়ী
বীর।
জানে অর্ন্তযামী এই একটা মাত্র মুহূর্তে কত যোজন
যোজন জন্ম মৃত্যুর মত অমৃতসুধা পান করেছি।
তবুওতো মাঝে মাঝে একলা বিকেলে চাতকের মত চেয়ে
থাকি পথের অদূরে, যদি আসে কোনদিন আকাশের বুক চিড়ে
একরাশ স্বর্গীয় মূহুর্ত।।""....
......